![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F03%2F06%2Fsonakshi_sinha.jpg%3Fitok%3DiOgzUIG4)
৪১ লাখ টাকা নিয়ে অনুষ্ঠানে যাননি সোনাক্ষি, হতে পারেন গ্রেপ্তার
এনটিভি
প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ১৫:৫৫
বলিউড তারকা সোনাক্ষি সিনহার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একাধিকবার ডাকার পর আদালতে হাজির না হওয়ায় এমন পরোয়ানা। যার ফলে বড়সড় আইনি বিপাকে জড়ালেন এই ডিভা।
টাইমস অব ইন্ডিয়ার খবর, দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৩৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ টাকার বেশি) নিয়েছিলেন সোনাক্ষি সিনহা। কিন্তু সেই অনুষ্ঠান হাজির হননি এই অভিনেত্রী; এমন অভিযোগ ইভেন্ট প্ল্যানার প্রোমোদ শর্মার।