কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে

প্রথম আলো ইউক্রেন এএনএম মুনীরুজ্জামান প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ১২:৩৩

মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ এন এম মুনীরুজ্জামান সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি। ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা, বর্তমান যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা, অর্থনীতি ও ভূরাজনীতিতে সম্ভাব্য প্রতিক্রিয়া—এসব প্রসঙ্গ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি।


এ এন এম মুনীরুজ্জামান: ইউক্রেনের পরিস্থিতি দুঃখজনক এবং সেখানকার সর্বশেষ যে পরিস্থিতি, তাতে পরিস্থিতি কোন দিকে যাবে, তা সম্পূর্ণ অনিশ্চিত। ইউক্রেনে হামলার আগে রাশিয়া সম্ভবত আশা করেছিল যে তেমন কোনো বাধা ছাড়াই তারা সহজে রাজধানী কিয়েভ দখল করে নিতে পারবে। সেই আশা থেকেই সম্ভবত আক্রমণের ধারণটা পরিকল্পনা করা হয়েছিল। রাশিয়ার হালকা অস্ত্রশস্ত্র এবং যুদ্ধযানের ব্যবহার থেকে তেমনটিই বোঝা যাচ্ছে। ইউক্রেনে রাশিয়া যে প্রতিরোধের মুখে পড়েছে, তা শুধু দেশটির সশস্ত্র বাহিনীর কাছ থেকে আসেনি, বরং ইউক্রেনের জনগণও সাহসী প্রতিরোধ গড়ে তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যেভাবে সম্মুখ রণাঙ্গনে থেকে এই প্রতিরোধের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, তাতে প্রতিরোধ আরও জোরদার হয়েছে। এই চলমান অভিযান কীভাবে এবং কী পরিস্থিতিতে এগোয়, কয়েক দিনের মধ্যে সেটা আরও পরিষ্কার হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও