দশ বছরে লোকসান ৪১৭২ কোটি টাকা

যুগান্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ১১:৫৮

এক সময়ে দেশের গৌরবের সোনালি আঁশ। বর্তমানে অর্থনীতির অন্যতম দায় দেশের পাটখাত। মুনাফা তো দূরের কথা, ১০ বছরে সরকারের ২৫টি জুট মিলে লোকসান দিতে হয়েছে ৪ হাজার ১৭২ কোটি টাকা। আর জুট মিলসহ সামগ্রিকভাবে পাট খাতকে বাঁচিয়ে রাখতে ভর্তুকি দেওয়া হয়েছে ৮ হাজার কোটি টাকার বেশি। দুর্নীতি-অনিয়মসহ নানা সীমাবদ্ধতায় এ অবস্থা তৈরি হয়েছে। তবে বাংলাদেশে পাটের জীবন রহস্য আবিষ্কারের পর নতুন করে সম্ভাবনা কাজে লাগাতে নানা উদ্যোগের কথা বলছে সরকার। এ বাস্তবতা সামনে রেখে ষষ্ঠবারের মতো আজ দেশে পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। এবারের পাট দিবসের প্রতিপাদ্য, ‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ।’ দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।



বাণীতে শেখ হাসিনা বলেছেন, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসাবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। এ খাতকে কেন্দ্র করে নানা উদ্যোগ নিয়েছে সরকার। পাট দিবসের আলোচনায় এ খাত নিয়ে নানা পরিকল্পনার কথা জানান পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও