![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Feb/03/1643893523612.jpg&path=/uploads/news/2022/Mar/06/1646542794078.jpg&width=600&height=315&top=271)
বিরাটের জীবন বদলে দিয়েছেন আনুশকা
বার্তা২৪
প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ১০:৫৯
একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে পরিচয় হয় বিরাট কোহলি ও আনুশকা শর্মার। সেই থেকেই তাদের বন্ধুত্বের শুরু এরপর প্রেম। দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন দুজনে।
ক্রিকেটার বিরাটের জীবনের আনুশকার প্রভাব কতটা? শততম টেস্টের ঠিক আগে সেই জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক।
বিসিসিআই-এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বললেন, “আমার জীবনে আনুশকার বিরাট প্রভাব। জীবনে কারও প্রভাব থাকলে মাঠেও তার প্রতিফলন পাওয়া যায়। কারণ খেলাটাও আমাদের জীবনের অঙ্গ। আমি সম্পূর্ণ পাল্টে গিয়েছি আর পুরোটাই ভালোর জন্য।”