You have reached your daily news limit

Please log in to continue


টনসিল ইনফেকশনের লক্ষণ, কী করবেন?

শীতকালে টনসিল একটি জটিল সমস্যা।  অনেকেই এই সমস্যায় ভোগেন।  টনসিলাইটিস সাধারণত ৩ থেকে ১৪ বছরের শিশুদের মধ্যে বেশি দেখা যায়।  তবে বড়দের ক্ষেত্রে যে একেবারেই হয় না, তা কিন্তু নয়।


টনসিল এক ধরনের লসিকাগ্রন্থি বা লিম্ফয়েড টিস্যু।  এতে কোনো ধরনের ইনফেকশন বা প্রদাহ হলে আমরা এটাকে টনসিলাইটিস বলি। মানবদেহে গলার ভেতরে দুপাশে একজোড়া প্যালাটিন টনসিল থাকে, টনসিলের প্রদাহ বলতে আমরা এর ইনফেকশনকেই বুঝে থাকি। 

টলসিল ইনফেকশনের লক্ষণ ও প্রতিকারের উপায় নিয়ে বিস্তারিত জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডা. মো. আব্দুল হাফিজ শাফী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন