ইউক্রেন থেকে রোমানিয়ায় পৌঁছেছেন বাংলাদেশি ২৮ নাবিক

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) জাতীয় প্রেস ক্লাব প্রকাশিত: ০৫ মার্চ ২০২২, ২০:২৩

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন এবং শিগগিরই তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


শনিবার (৫ মার্চ) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।


পাঁচ বাংলাদেশির পোস্ট করা ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, “সরকার ঘটনা ও তাদের অবস্থান জানতে তাদের বক্তব্য যাচাই-বাছাই করছে।”


তিনি আরও বলেন, “বাংলাদেশ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা চায়।”


এর আগে শুক্রবার (৪ মার্চ) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ জন ক্রুকে রোমানিয়ায় আনার চেষ্টা চলছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুদ বিন মোমেন আরও বলেন, “পোল্যান্ডে এখন প্রায় ৬০০ বাংলাদেশি রয়েছেন।” গত বুধবার রুশ রকেট হামলায় এ জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান আরিফ মারা যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত