ঢাকায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: দোকান সিলগালা, জরিমানা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ মার্চ ২০২২, ১৯:০৫

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে মজুদ করে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে একজন ডিলারের দোকান সিলগালা করে ওই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।


এছাড়া শ্যামবাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


শনিবার বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।


অভিযানকালে যাত্রাবাড়ীতে আবুল খায়ের ট্রেডার্স নামের তেলের ডিলারের দোকানটি সিল করা হয়। এসময় সেখানে পাওয়া ৬০ ব্যারেল তেলও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “যাত্রবাড়ীতে বেশি দামে ভোজ্যতেল বিক্রি করছে এরকম খবর পেয়ে আবুল খায়ের ট্রেডার্স নামের একটি ডিলারের দোকানে অভিযান পরিচালনা করি। “আমরা গিয়ে দেখতে পাই সরকারের বেঁধে দেওয়া লিটারপ্রতি ১৪৩ টাকার তেল ওই ব্যবসায়ী বিক্রি করছেন ১৭৩ টাকা করে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও