![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F720x0x1%2Fuploads%2Fmedia%2F2022%2F03%2F05%2Fmaxresdefault-1-26c954c9e00e27833684af27488a097f.jpg)
ঘন ভ্রু পাবেন যেভাবে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৫ মার্চ ২০২২, ১২:১১
আজকাল একটু মোটা ও ঘন ভ্রু পছন্দ করছেন সবাই। এক জোড়া ঘন ভ্রু চোখ ও চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে। প্রাকৃতিকভাবে ঘন ও কালো ভ্রু পেতে চাইলে ঘরোয়া উপায়ে যত্ন নিতে পারেন।
তেল ম্যাসাজ করুন
প্রতিদিন তেল ম্যাসাজ করুন ভ্রুতে। অলিভ অয়েল, নারকেল তেল ও আমন্ড অয়েল ম্যাসাজ করলে বাড়বে ভ্রুর বৃদ্ধি।
ঘন ঘন প্লাক করবেন না
মোটা ভ্রু চাইলে পুরোপুরি বেড়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। অন্তত ১২ সপ্তাহ অপেক্ষা করে তারপর প্লাক করুন ভ্রু।
ডিমের সাদা অংশ ব্যবহার করুন
ডিমে থাকা প্রোটিন ভ্রুর বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। ডিমের সাদা অংশ ফেটিয়ে ভ্রুতে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
- ট্যাগ:
- লাইফ
- ভ্রু
- ভ্রু ঘন করার কৌশল
- আই ভ্রু