কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রূপপুরের সঙ্গে দুশ্চিন্তা বাণিজ্য নিয়েও

প্রথম আলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকাশিত: ০৫ মার্চ ২০২২, ১০:৪২

রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক লেনদেন-ব্যবস্থা সুইফট থেকে দেশটির কয়েকটি ব্যাংককে বের করে দেওয়ায় বাংলাদেশ নানা দিক দিয়ে বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, শুধু রূপপুর নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ এবং আমদানি-রপ্তানিতেও এর প্রভাব পড়বে।


রাশিয়ার ১২টি ও বেলারুশের ২টি ব্যাংককে সুইফট থেকে তালিকাচ্যুত করার ঘোষণা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা ১২ মার্চ কার্যকর হবে। এর মধ্যে একটি ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ লেনদেন হতো। ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স (ভিইবি) নামের রাশিয়ার ওই ব্যাংক কয়েক দিন আগে বাংলাদেশ ব্যাংককে সুইফট ব্যবস্থার মাধ্যমে পাঠানো একটি বার্তায় আপাতত তাদের সঙ্গে লেনদেন করতে নিষেধ করেছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য ব্যাংকের কাছ থেকেও বাংলাদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এমন বার্তা এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও