বিয়ের আসরে কনে রেখে পালাচ্ছিলেন বর, অতঃপর ধরা

ডেইলি বাংলাদেশ ধামরাই প্রকাশিত: ০৫ মার্চ ২০২২, ০৯:২৮

ঢাকার ধামরাইয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। আর বিয়ের আসর থেকে পালাতে গিয়ে ধরা পড়েছেন বর ও কনের বাবা। পরে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন তারা। তবে তাদের ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার রাত ৭টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের তালতলা কমিশনার মোড় এলাকায় আব্দুর রাজ্জাকের বাড়িতে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।


কনের নাম শামীমা আক্তার। তিনি তালতলা কমিশনার মোড় মহল্লার আব্দুর রাজ্জাকের মেয়ে ও ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার নবম শ্রেণির ছাত্রী। আর বর মো. সাজ্জাদুর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুনিগ্রামের মো. শাহআলমের ছেলে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও