![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F404175ce-dafd-4e18-8805-4faf8b03e4f3%252Fname.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
আপনার নামের অর্থ কী?
প্রথম আলো
প্রকাশিত: ০৫ মার্চ ২০২২, ০৯:৩৩
‘নাম কী?’ মানুষের জীবনে সর্বাধিক মুখোমুখি হওয়া প্রশ্নগুলোর একটি বোধ হয় এটি। নাম যদি হয় একটু অন্য রকম, তাহলে তো কথাই নেই। নামের অর্থ কী? কিংবা কে রেখেছে এই নাম? পরপরই এমন প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হয়।
এবার একটা মজার গল্প বলি। অবশ্য আপনাদের জানা থাকার কথা। একবার এক মা সন্তানের নাম রাখার আবদার নিয়ে গেছেন হুমায়ূন আহমেদের কাছে। তাতে আবার নানা রকম শর্ত। নামের শুরুতে ‘আ’, শেষে ‘ল’; অর্থ হওয়া চাই নদী, আকাশ বা মেঘ গোছের কিছু। হুমায়ূন আহমেদ নাম রেখে দিলেন, ‘আড়িয়াল খাঁ’। গল্প এখানেই শেষ না, আরও আছে। যাঁরা পড়েননি, খুঁজে নিয়ে পড়বেন।
- ট্যাগ:
- জটিল
- নাম ঘোষণা
- নাম অন্তর্ভূক্তি
- নাম লেখা