You have reached your daily news limit

Please log in to continue


লেনদেন ১০ মাসের মধ্যে সর্বনিম্ন

ব্যাপক দরপতনে লেনদেন শুরু হলেও গতকাল শেষ পর্যন্ত আগের দিনের মতো সূচকের বড় পতন হয়নি। তবে শেয়ার কেনাবেচা অনেক কমেছে। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ কমে গত সাড়ে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে।


গতকাল প্রধান শেয়ারবাজার ডিএসইতে ১৬৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ৭৫টির। প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট হারিয়ে ৬৬৯৬ পয়েন্টে নেমেছে। যদিও লেনদেনের প্রথম ৩৭ মিনিটে ৫২ পয়েন্ট হারিয়ে ৬৬৪৭ পয়েন্টে নামে। দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা থেকে নানা ধরনের তৎপরতা ছিল। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে বিএসইসি থেকে নানা কারণে যোগাযোগ করা হয়েছে।


ডিএসইতে গতকাল কেনাবেচা হয়েছে ৬৪৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। গত বছরের ১৮ এপ্রিলের পর যা সর্বনিম্ন। ওই দিন এ বাজারে কেনাবেচা হয়েছিল ৬০২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন