গ্রেপ্তার দুই যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ভূঞাপুরে মিছিল
একাত্তরের বুদ্ধিজীবী ও গণহত্যার অভিযোগে টাঙ্গাইলের গোপালপুরে দুই যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপপরিচালক মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, দুই যুদ্ধাপরাধীকে গ্রেপ্তারের খবরে রাতে তাদের ফাঁসির দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়াডাকুরি গ্রামের মনিরুজ্জামান কোহিনূর ও চাতুটিয়া গ্রামের আলমগীর হোসেন তালুকদার। মামলার বিবরণ থেকে জানা যায়, ওই দুজন ১৯৭১ সালে পাকস্তানি হানাদার বাহিনীর সহযোগী এবং রাজাকার হিসেবে কর্মরত ছিলেন। ৩০ জুন রাজাকার মনিরুজ্জামান কোহিনূর পাকিস্তানি হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে ঝাওয়াইল বাজারে হামলা চালায়।