'অপাঙ্ক্তেয়' নারীর সুরক্ষা ও অধিকার
প্রতিটি সমাজেই যৌনকর্মীরা নিগৃহীত। আর আমাদের সমাজে তারা এতটাই ঘৃণিত যে, সাধারণ হোক কিংবা অনন্য নারীকে অপদস্থ করতে হলে অনায়াসে তাকে 'বেশ্যা' বা 'পতিতা' আখ্যায়িত করা হয়। যৌনকর্মীরা আমাদের সমাজেরই অংশ। অথচ মানুষ হিসেবে তাদের নূ্যনতম সম্মান জোটে না।
আর মারা গেলে জোটে না কবর কিংবা শেষকৃত্যের সম্মান। দারিদ্র্য, বেকারত্ব, প্রতারণা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন, পারিবারিক বিপর্যয়, মানব পাচার কিংবা চাকরির লোভে পড়ে অনেক নারী পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়তে বাধ্য হন। অনেকের মতে, পতিতাবৃত্তি মানুষের মর্যাদার ওপর আক্রমণ, নারীর ওপর যৌন শোষণ এবং এই পেশা মানবাধিকারের লঙ্ঘন ঘটায়। আবার অনেকে মনে করেন, যখন প্রাপ্তবয়স্ক নারী স্বেচ্ছায় যৌন পরিষেবা বিক্রি করেন, তখন এটা বৈধ পেশা এবং এতে মানবাধিকার লঙ্ঘিত হয় না।