কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউক্রেনীয় মা আর রুশ বাবার ছোট্ট মেয়েটির গল্প

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ১৭:৪৮

অ্যালোনা নামের মেয়েটা ছয় বছরেই এমন সব ছবি আঁকছে যে স্কুলে রীতিমতো সাড়া পড়ে গেছে। ড্রয়িংয়ের হাত ভালো। এর চেয়েও ভালো তার কল্পনা। সে সবকিছুরই ডানা দেয়। মানুষের ডানা আছে। তারা উড়তে পারে। গাছেরও ডানা আছে। সাইকেলের ডানা আছে। গাড়ির ডানা আছে। বিড়ালের ডানা আছে। এমনকি ডানা আছে মাছেরও।


আর অ্যালোনার আঁকা মানুষের চুলের রং হয় সবুজ। তার শিক্ষক তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার মানুষের চুলের রং সবুজ কেন?


অ্যালোনা জবাব দিয়েছে, গাছের পাতার রং সবুজ যে তাই। চুলে ক্লোরোফিল আছে। সূর্যের আলো থেকে ফটোসিনথেসিস করে চুল খাবার বানায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও