অ্যালোনা নামের মেয়েটা ছয় বছরেই এমন সব ছবি আঁকছে যে স্কুলে রীতিমতো সাড়া পড়ে গেছে। ড্রয়িংয়ের হাত ভালো। এর চেয়েও ভালো তার কল্পনা। সে সবকিছুরই ডানা দেয়। মানুষের ডানা আছে। তারা উড়তে পারে। গাছেরও ডানা আছে। সাইকেলের ডানা আছে। গাড়ির ডানা আছে। বিড়ালের ডানা আছে। এমনকি ডানা আছে মাছেরও।
আর অ্যালোনার আঁকা মানুষের চুলের রং হয় সবুজ। তার শিক্ষক তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার মানুষের চুলের রং সবুজ কেন?
অ্যালোনা জবাব দিয়েছে, গাছের পাতার রং সবুজ যে তাই। চুলে ক্লোরোফিল আছে। সূর্যের আলো থেকে ফটোসিনথেসিস করে চুল খাবার বানায়।