![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2022February/sreelekha-1-20220304154126.jpg)
বলিউড অভিনেতার বুকে শ্রীলেখা, রহস্য কী?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ১৭:২৭
ব্যাকগ্রাউন্ডে বাজছে বিখ্যাত গান ‘চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই’। আর দৃশ্যে দেখা যাচ্ছে, এক পুরুষের বুকে মাথা রেখে জড়িয়ে আছেন শ্রীলেখা মিত্র। খেলা করলে বোঝা যায়, শ্রীলেখা যাকে জড়িয়ে ধরেছেন, তিনি বলিউড অভিনেতা অজিঙ্কা ডিও। কিন্তু তাদের এই ঘনিষ্ঠতার রহস্য কী?
জানা গেল, বলিউডের একটি ওয়েব সিরিজে কাজ করছেন শ্রীলেখা। সেখানেই তার সহশিল্পী অজিঙ্কা। শুটিংয়ের ফাঁকেই ইনস্টাগ্রামে রিল ভিডিও বানিয়েছেন তারা। সেটা নিজেরই ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেছেন অভিনেত্রী।