![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/03/04/ebfece0617c6065a067dd972a50f0e1e-6221f2e2170d8.jpg)
কাজ চাননি বলে অভিনয়ে লম্বা বিরতি
মিস ইউনিভার্স’ হওয়ার পরপরই বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সুস্মিতা সেন। বলিউডে পা ফেলেই রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর পর্দায় নিজের অভিনয়শৈলীতে ধীরে ধীরে দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও যেমন কুড়িয়েছেন, তেমনি ঝুলিতে ভরেছেন একাধিক পুরস্কার। তবে সাফল্য পেলেও একটা সময়ের পর নিয়মিত বড় পর্দায় দেখা যেত না তাঁকে।
এরপর ২০১০-এর পর প্রায় ১০ বছর বড় পর্দা থেকে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। বছরখানেক আগে ফের অভিনেত্রী হিসেবেই ফিরলেন সুস্মিতা। তবে বড় পর্দায় নয়, হাজির হলেন ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দা থেকে এই লম্বা বিরতি নেওয়ার কারণ হিসেবে তিনি জানালেন, যে ধরনের সিনেমা ও চরিত্রে তিনি অভিনয় করতে চাইছিলেন, সেরকম প্রস্তাব তাঁর কাছে আসছিল না।
অতএব বাধ্য হয়েই তাঁকে ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল।