![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F820b0708-4d43-4cce-8ba1-149f8aeedd8d%252Fimage.jpg%3Frect%3D0%252C0%252C1200%252C675%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
যুদ্ধের মধ্যে খেলতে চাইছে না ইউক্রেন
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ২৪ মার্চ প্লে–অফ সেমিফাইনালে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইউক্রেন—এটা ছিল পূর্বনির্ধারিত সূচি।
কিন্তু গত সপ্তাহ থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। তুমুল যুদ্ধ চলছে ইউক্রেনে। এমন পরিস্থিতির মধ্যে প্লে–অফ সেমিফাইনাল ম্যাচটি খেলতে চাচ্ছে না ইউক্রেন। ম্যাচটা স্থগিত করতে ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে ইউক্রেন অ্যাসোসিয়েশন অব ফুটবল (ইউএএফ)।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে