কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিম্ন আয়ের মানুষের খাদ্য মূল্যস্ম্ফীতি দ্বিগুণ

সমকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ১৬:৪৪

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সার্বিক হিসাবের তুলনায় নিম্ন আয়ের মানুষের খাদ্য মূল্যস্ম্ফীতি দ্বিগুণ। বেসরকারি সংস্থা সানেমের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। সানেমের হিসাবে গেল ফেব্রুয়ারিতে শহর অঞ্চলের নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট খাদ্য মূল্যস্ম্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৪৭ শতাংশ।


গ্রামে এ হার ১২ দশমিক ১০ শতাংশ। সরকারি সংস্থা বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে সার্বিকভাবে শহরে খাদ্য মূল্যস্ম্ফীতি ছিল ৫ দশমিক শূন্য ৯৪ শতাংশ। গ্রামে ছিল ৪ দশমিক ৮৫ শতাংশ। সানেমের হিসাবে জানুয়ারিতে নিম্ন আয়ের কিছু পেশার মানুষের জন্য খাদ্য মূল্যস্ম্ফীতি ১১ দশমিক ৩৬ শতাংশ এবং গ্রামে ১১ দশমিক ২১ শতাংশ।


গতকাল 'মূল্যস্ম্ফীতি :সরকারি পরিসংখ্যান বনাম প্রান্তিক মানুষের বাস্তবতা' শীর্ষক ওয়েবিনারে এসব তথ্য তুলে ধরে সানেম। গবেষণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সংস্থাটির নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। আলোচনায় অংশ নেন সানেমের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুল হক খন্দকার এবং গবেষণা পরিচালক অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও