যুদ্ধের জের পশ্চিমাদের টানতে হবে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম বিশ্ব অঙ্গনে একটা নজিরবিহীন রাজনৈতিক ও সামরিক দৃশ্যপটের বহিঃপ্রকাশ ঘটেছে। এর শেষ পরিণতি নিয়ে বিশ্বের শান্তিকামী মানুষ অত্যন্ত শঙ্কিত। ১৯৪৫ সালের আগস্ট মাসে আমেরিকা কর্তৃক জাপানের দুটি শহরে পারমাণবিক বোমা হামলার পর থেকে এ পর্যন্ত কোনো রাষ্ট্রই পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি দেয়নি। কিন্তু ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হুমকি-ধমকির এক পর্যায়ে ২৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিন প্রকাশ্যে জানিয়ে দিলেন, তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্রসম্ভারকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলেছেন।


ভয়াবহ সংবাদ বটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে আমেরিকা যখন প্রথমবার পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাল, তখন আধুনিক যুগের শ্রেষ্ঠ দার্শনিক বার্ট্রান্ড রাসেল শঙ্কিত হয়ে বলেছিলেন, সর্বনাশ হয়ে গেল, যে দানবের আজ জন্ম হলো, সেটি একদিন মানবসভ্যতার সব কিছু ধ্বংস করে ফেলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও