শীর্ষ কর্মকর্তাদের ভুল সিদ্ধান্তেই জটিলতা

যুগান্তর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ০৮:৫৯

টানা তৃতীয় দিনেও কার্যত অচল ছিল সারা দেশের মাঠপ্রশাসন। মঙ্গলবার থেকে বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনও অফিসে তৃতীয় শ্রেণির কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতিতে আছেন। বেতন গ্রেড উন্নীতকরণ ও পদবি পরিবর্তনের দাবিতে এ কর্মবিরতি চলছে।


এতে রীতিমতো ভেঙে পড়েছে প্রশাসনের শৃঙ্খলা। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। সরকারের তৃতীয় শ্রেণির কর্মচারী তহশিলদারদের গ্রেড পরিবর্তন হলেও অন্যদের তা হয়নি।


অথচ এর আগে শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন, তৃতীয় শ্রেণির কর্মচারীদের গ্রেড পরিবর্তন করা হলে কেন্দ্র ও মাঠ প্রশাসনে ভারসাম্যহীনতা দেখা দেবে। সরকারের শীর্ষ কর্মকর্তাদের এমন অপরিনামদর্শী সিদ্ধান্তের কারণেই মূলত এ জটিলতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও