কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রে রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করল রাশিয়া

ডেইলি স্টার রাশিয়া প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ১৯:১০

উক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জবাবে যুক্তরাষ্ট্রে রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।


আজ বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগজিন এ কথা জানান।


রাশিয়ার সরকারি টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, 'এমন পরিস্থিতিতে আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের বিশ্বসেরা রকেট ইঞ্জিন সরবরাহ করতে পারি না। তারা ব্রুমস্টিকে (হ্যারিপটারের জাদুর ঝাড়ু) চরে বা অন্য কিছু নিয়ে উড়ে বেড়াক! এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই।'


রোগজিন জানান, রাশিয়া ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রে মোট ১২২টি আরডি-১৮০ ইঞ্জিন সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্রে সরবরাহ করা রকেট ইঞ্জিনগুলোর পরিষেবা দেয়াও বন্ধ করা হবে বলে জানান তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও