You have reached your daily news limit

Please log in to continue


বাংলার ছোট পর্দায় মাধুরী-ম্যাজিক! সুচিত্রা সেনের গানের ছন্দে বলবেন ‘তুমি যে আমার’

বাংলার সুচিত্রা সেন আর বলিউডের মাধুরী দীক্ষিত। মিলেমিশে একাকার হলে কেমন হবে?টেলি পাড়া বলছে, এমনিতেই সুচিত্রার সঙ্গে মাধুরীর অনেক মিল। চেহারায়, ভঙ্গিমায়, হাসিতে, কটাক্ষে! মাধুরী নিজেও জানেন সে কথা। কিন্তু এমন মিলিত মাধুরী আজ পর্যন্ত বাংলা কেন, বলিউডের দর্শকেরাও ছোট পর্দায় দেখেননি। খুব শিগগিরিই এমন ঘটনা ঘটতে চলেছে স্টার জলসার রিয়্যালিটি শো-এর মঞ্চে।

মাধুরী দীক্ষিত আসছেন! বিচারকের আসনে বসবেন? একেবারেই না। ‘ধকধক গার্ল’ জাদু ছড়াবেন বাংলা ও হিন্দি জনপ্রিয় গানের সঙ্গে। দুলবেন ‘এক দো তিন’, ‘হায় মেরি ঘাঘরা’র তালে। তাঁর ঠোঁটে জায়গা করে নেবে সুচিত্রা সেনের ‘হারানো সুর’ ছবির কালজয়ী গান ‘তুমি যে আমার’। তালিকায়, ‘ঝনক ঝনক কনক কাঁকন’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’ এবং ‘আঁধি’র ‘কিস মোর পে যাতে হ্যায়’। সবটাই ঘটবে ‘সুপার সিঙ্গার ৩’-এর ফিনালেতে। দুপুর ১টা থেকে প্রতিযোগীদের মধ্যে শুরু হাড্ডাহাড্ডি লড়াই। চলবে টানা ১০ ঘণ্টা। বাংলার ছোট পর্দা কাঁপবে নীল সিক্যুইন শাড়িতে সেজে ওঠা মাধুরীর হাস্যে-লাস্যে-ঠুমকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন