বিশ্ববাজারে তেলের দাম ৮ বছরে সর্বোচ্চ, ব্যারেল ১১৩ ডলার

ডেইলি স্টার প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১৮:৫৩

রাশিয়া-ইউক্রেন সংকটের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। ২০১৪ সালের জুনের পর প্রায় ৮ বছরে প্রথমবারের মতো ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল ১১৩ ডলারে পৌঁছেছে।


আজ বুধবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নতুন এ রেকর্ডের কারণে তেল সরবরাহ নিয়ে বিশ্বের উদ্বেগ আরও বেড়েছে।


সম্প্রতি ব্রেন্ট তেলের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১১০ ডলার ব্যারেল হয়। এরপর দিনে প্রায় ৮ শতাংশ বেড়ে ১১৩ দশমিক ০২ এ পৌঁছে তেলের দাম, যা ২০১৪ সালের পর একদিনে সর্বোচ্চ।


এ ছাড়া, আজ সকালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) আরও ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৭ দশমিক ৪২ ডলারে পৌঁছেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও