সাভারে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৮, আটক ২
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকার সাভারে বিক্ষোভ করার সময় বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এসময় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশের দাবি বিএনপির কর্মীরাই পুলিশের ওপর হামলা চালিয়েছে।
বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ও আটক নেতাকর্মীদের নামপরিচয় জানা যায়নি।