রাশিয়ায় সব পণ্য বিক্রি বন্ধ করছে অ্যাপল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১২:০৮

রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনাকে কেন্দ্র করেই এমন পদক্ষেপ নিয়েছে তারা। গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই টানা সংঘাত চলছে। খবর বিবিসির।


এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা পশ্চিমা বিশ্বকে ক্ষেপিয়ে দিয়েছে। একের পর এক দেশ ও বিভিন্ন বড় বড় কোম্পানি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলো অ্যাপল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার আক্রমণের বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। আর এই সহিংসতায় যারা ভুক্তভোগী অ্যাপল তাদের পাশে রয়েছে। রাশিয়ায় অ্যাপল পে, অ্যাপল ম্যাপের মতো বেশ কিছু সেবার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আনা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও