ঘর পরিপাটি রাখবেন যেভাবে
সমকাল
প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১২:১৭
ঘরে শুধু জামাকাপড়েই নয়, আনাচে-কানাচে জড়ো হয়েছে হাজারো পুরোনো জিনিস। সেগুলোর বন্দোবস্ত না করে নতুন জিনিস কেনার কোনো মানেই হয় না। কিন্তু খুব সহজেই ঘরকে 'ডি-ক্লাটার' করতে পারেন। মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাতিল করে ঘরটিকে অনায়াসেই গুছিয়ে রাখতে পারেন। আর সে জন্য রইল কিছু পদ্ধতি।
ঘরকে ডি-ক্লাটার করতে প্রথমেই একটি তালিকা তৈরি করতে পারেন। তালিকাতে থাকবে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় জিনিসের নাম। সেই অনুযায়ী আপনি জিনিসগুলো ভাগ করুন। দেখবেন অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনি অত্যন্ত সহজেই ভাগ করে ফেলেছেন।
এর মাধ্যমে আপনি আপনার ঘর বা বাড়িটিকে ঠিক কেমন দেখতে চান, সেটা মনে মনে ভেবে নিতে পারেন। এতে আপনার পরিকল্পনার যথাযথ প্রয়োগ সম্ভব।