স্বামী শিশুসুলভ আচরণ করে? যেভাবে সমাধান করবেন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১২:১২
বয়স বাড়লেও সবার বুদ্ধি একইরকম পরিপক্ক হয় না। কেউ কেউ আছেন, যারা কথা কিংবা আচরণের ক্ষেত্রে ভেবেচিন্তে বলেন না। এটি শিশুদের ক্ষেত্রে হলে কেউ কোনো প্রতিক্রিয়া দেখায় না। কারণ শিশুরা কেবল শেখার মধ্যেই থাকে। তাই তারা অনেক কথা না বুঝেই বলে ফেলে। কিন্তু বড়দের ক্ষেত্রে হলে? তখন মেনে নেওয়া কঠিন।
দুঃখজনক বিষয় হলো আমাদের চারপাশে এমন অনেকেই আছে, যাদের বয়স বাড়লেও আসেনি মানসিক পরিপক্কতা। তারা হুটহাট এমন সব কথা বলে ফেলে বা আচরণ করে ফেলে যে কারণে কাছের মানুষদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় এ ধরনের ব্যক্তি বিয়ে করার পর। কোনো পুরুষ যদি অপরিপক্ক আচরণ করে তাহলে তার স্ত্রীর সমস্ত সুখ-আনন্দ হারিয়ে যেতে সময় লাগবে না।