শূন্য অগ্রগতির শতাধিক প্রকল্প

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১১:২৪

সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কেন বাস্তবায়িত হচ্ছে না, তা খতিয়ে দেখা জরুরি। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট প্রকল্প সংখ্যা ছিল ১ হাজার ৯৫৪।


এর মধ্যে ১১৭টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা। আশ্চর্যজনক হলো, এসব প্রকল্পে প্রায় ৪১৯ কোটি ১৮ লাখ টাকা ব্যয় হলেও এক্ষেত্রে অগ্রগতির হার শূন্য। এছাড়া ৯০টি প্রকল্পের অনুকূলে ১ হাজার ৭৮৯ কোটি টাকা বরাদ্দ থাকলেও পুরো অর্থবছরে এক পয়সাও খরচ করতে পারেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো। এটি অত্যন্ত পরিতাপের বিষয়। শূন্য অগ্রগতি প্রশ্নে প্রকল্পসংশ্লিষ্টরা অবশ্য করোনার প্রভাবসহ ১০টি অজুহাত দেখিয়েছেন।


তবে যতই অজুহাত দেখানো হোক, পর্যাপ্ত বরাদ্দ আছে, অর্থও ব্যয় হয়েছে; অথচ প্রকল্পের বাস্তব কোনো অগ্রগতি দৃশ্যমান নয়-এটি মেনে নেওয়া যায় না। আমরা মনে করি, এসব ব্যয় নিয়ে অবশ্যই প্রশ্ন তোলা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও