![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F5c4cc50d-b62d-439f-9494-5a95d1ad70f9%252Fadcbb2ca_6fa3_438c_a884_9caff8c4e808.jpg%3Frect%3D0%252C0%252C760%252C428%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
ইউক্রেনের খারসন এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সাত দিন ধরে চলছে। এরই মধ্য রুশ বাহিনী এবার ইউক্রেনের খারসন শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত কয়েক দিনে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ঢুকে পড়েছে। এসব শহরের রাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।