![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F03%2F01%2F-eee6b3543fe163ec3ad392fa1a966366.jpg%3Fjadewits_media_id%3D778427)
টি-টোয়েন্টি ম্যাচে টিকিটের দাম কত, কোথায় পাবেন
ওয়ানডে সিরিজ শেষ। এবার টি-টোয়েন্টির মিশনে বাংলাদেশ-আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চট্টগ্রামে হলেও দুটো টি-টোয়েন্টির ভেন্যু মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম। এই সিরিজেও গ্যালারিতে থাকছে দর্শক। কুড়ি ওভারের সিরিজ সামনে রেখে টিকিট ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চার-ছক্কার যুগে টি-টোয়েন্টির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। দর্শক আগ্রহের কথা চিন্তা করে বুধবার থেকে টিকিট বিক্রি শুরু করছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দুটো টি-টোয়েন্টি যথাক্রমে বৃহস্পতিবার ও শনিবার। বুধবার থেকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে সকাল ৯টা থেকে ৬টা পর্ন্ত। এছাড়া ম্যাচের দিন টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।