কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজপথে নেমে এল সবাই

www.ajkerpatrika.com জাহীদ রেজা নূর প্রকাশিত: ০১ মার্চ ২০২২, ১৫:২৪

সত্তরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেল আওয়ামী লীগ। সবাই অপেক্ষা করছিল পূর্বঘোষণা অনুযায়ী ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসবে। কিন্তু ১ মার্চ বেলা ১টা ৫ মিনিটে রেডিও পাকিস্তানের একটি বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্টের একটি বিবৃতি পাঠ করা হয়। তাতে ৩ মার্চের পরিষদ অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘পশ্চিম পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পিপলস পার্টিসহ আরও কয়েকটি দল ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান না করার সংকল্প প্রকাশ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


প্রেসিডেন্ট তাঁর বিবৃতিতে বলেন, ‘পশ্চিম পাকিস্তানের বিপুলসংখ্যক প্রতিনিধির অনুপস্থিতিতে পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম নিয়ে অগ্রসর হলে খোদ পরিষদই বিভক্ত হয়ে পড়বে এবং তার ফলে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের প্রচেষ্টা বানচাল হয়ে যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও