You have reached your daily news limit

Please log in to continue


মাশরুম নিয়ে স্বপ্নটি অনেক বড়

খাগড়াছড়ি পার্বত্য জেলার ঠাকুরছড়া নতুন বাজার এলাকার বাসিন্দা নিপু ত্রিপুরা। পার্বত্য এলাকার আর দশজন নারীর মতোই অনেকটা অনিশ্চয়তায় ভরা ছিল তাঁর জীবন। ছোট একটি মুদিদোকান ছিল। করোনাকালে সেটিও বন্ধ হয়ে যায়। এমন সংকটময় সময়েই স্বপ্ন ও বাস্তবের সঠিক সংযোগে একজন উদ্যোক্তা হয়ে ওঠেন নিপু ত্রিপুরা। তাঁর গল্প বলার আগে বলে রাখতে চাই, টেলিভিশন কিংবা গণমাধ্যম আজকের কৃষি বিকাশে, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে, অসংখ্য বেকারের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রেখেছে।

আর এই সময়ে এসে যখন হাতের মুঠোয় থাকা ফোনটিই হয়ে উঠেছে পৃথিবীর তাবৎ তথ্যের ভান্ডার, তখন মানুষ খুব দ্রুত জেনে যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর। নিপু ত্রিপুরা যখন দিশেহারা—কী করবেন, কীভাবে চলবে সংসার, তখন ইউটিউবে দেখেন মাগুরার বাবুল আক্তারের মাশরুম চাষবিষয়ক প্রতিবেদন। এই দেখে মাশরুম চাষ করে নিজের জীবিকা উপার্জনের চিন্তা মাথায় এল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন