বাম গণতান্ত্রিক শক্তি ও বাংলাদেশের রাজনীতি

কালের কণ্ঠ আবদুল গাফফার চৌধুরী প্রকাশিত: ০১ মার্চ ২০২২, ১৫:১৬

গত শুক্রবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বা সিপিবির দ্বাদশ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে মুজাহিদুল ইসলাম সেলিম ও অন্য কমিউনিস্ট নেতারা বলেছেন, দেশে করোনাভাইরাসের চেয়েও ভয়াবহ রাজনৈতিক শূন্যতা চলছে। তাঁরা যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট বাঁধার জন্য বিএনপির সমালোচনা করেছেন এবং বলেছেন, তাঁরা দেশ শাসনের স্বপ্নে ব্যস্ত হয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ তিন মেয়াদের শাসন সম্পর্কে বলেছেন, তাঁরা দেশে লুটপাটের শাসন কায়েম করেছেন।


তাঁরা জনগণের ভোটাধিকার হরণ করেছেন। দুটি বড় দলই দেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছে। এই শূন্যতা বহাল থাকলে দেশের ধ্বংস অবশ্যম্ভাবী। এ জন্য তাঁরা দেশে বাম গণতান্ত্রিক শক্তির উত্থানের আহ্বান জানিয়েছেন। বলেছেন, বাম গণতান্ত্রিক শক্তির উত্থানের দ্বারা ক্ষমতায় বসতে হবে। বামদের ক্ষমতায় যাওয়া ছাড়া দেশে রাজনৈতিক শূন্যতা দূর হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও