ইউক্রেনবিরোধী প্রোপাগান্ডা চক্রের দুটি অ্যাকাউন্ট সরালো ফেসবুক-টুইটার
এনটিভি
প্রকাশিত: ০১ মার্চ ২০২২, ১২:৩০
ইউক্রেনবিরোধী প্রোপাগান্ডা চক্রের দুটি অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে ফেসবুক ও টুইটার। ইউক্রেনে রাশিয়ার ‘সেনা অভিযান’-কে কেন্দ্র করে ইউক্রেনবিরোধী প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে উল্লেখ করে দুটি অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হলো। সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ বলছে, সরিয়ে দেওয়া একটি অ্যাকাউন্ট রাশিয়ার সঙ্গে এবং অপরটি বেলারুশকেন্দ্রীক হ্যাকার গ্রুপের সঙ্গে যুক্ত। তারা হ্যাক করা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ইউক্রেনবিরোধী প্রচার চালাত এবং প্রোপাগান্ডা ক্যাম্পেইন পরিচালনা করত।