ভারতে অব্যাহত শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ
স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে বের হওয়ার পর ভারতের বাজারে পণ্যের শুল্ক্কমুক্ত প্রবেশ সুবিধা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাংলাদেশ। নয়াদিল্লিতে ৪ মার্চ অনুষ্ঠেয় দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে নতুন এজেন্ডা হিসেবে যা অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ। এর আগে ২ ও ৩ মার্চ সেখানে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হবে।
২০২৬ সালে এলডিসি শ্রেণি থেকে বাংলাদেশের বের হওয়ার কথা রয়েছে। এলডিসি থেকে উত্তরণের পরও যাতে ১২ বছর পর্যন্ত অগ্রাধিকার বাণিজ্য সুবিধা পায়, সে জন্য ডব্লিউটিওতে প্রস্তাব করেছে বাংলাদেশ; যা এখনও নিষ্পত্তি হয়নি। আগামী জুনে জেনেভায় অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক সমকালকে বলেন, এলডিসি হিসেবে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সাফটা চুক্তির আওতায় ভারতের বাজারে বাংলাদেশ ২৫টি পণ্য বাদে সব পণ্যে শুল্ক্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে থাকে।