![](https://media.priyo.com/img/500x/https://images.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2022/03/01/convoy.jpg?itok=EOHu6fxF×tamp=1646103141)
৪০ মাইল দীর্ঘ সামরিক কনভয় নিয়ে কিয়েভের পথে রুশ বাহিনী: স্যাটেলাইট ইমেজ
প্রায় ৪০ মাইল দীর্ঘ সামরিক কনভয় নিয়ে রুশ বাহিনী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে বলে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে।
আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে বলেছেন, 'কিয়েভের চারপাশে উত্তেজনা বিরাজ করছে।'