![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252Fec920e4f-7fcd-4de5-b9ae-874107bdec29%252Fukrain_flee__Reuters.jpg%3Frect%3D0%252C100%252C960%252C540%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
ইউক্রেনের ‘লাইভ ট্রাফিক’ দেখাবে না গুগল ম্যাপস
ইউক্রেনে পঞ্চম দিনের মতো হামলা চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি শহরের দখল নিয়েছেন রুশ সৈন্যরা। হামলা ঠেকাতে সেনাবাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে লড়ছেন ইউক্রেনের সাধারণ জনগণ।
শুধু তা–ই নয়, রুশ সৈন্যদের বিভ্রান্ত করতে শহরের বিভিন্ন প্রান্তে থাকা পথের দিকনির্দেশনা পরিবর্তন করছেন তাঁরা। এবার ইউক্রেনের জনগণের সমর্থনে দেশটিতে লাইভ ট্রাফিক সেবা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে গুগল।
এ জন্য গুগল ম্যাপসের বেশ কিছু কারিগরি সুবিধা অকার্যকর করা হয়েছে দেশটিতে।