![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2022/02/28/image-251985.jpg)
শ্রীলঙ্কা সিরিজের ভুলই করল টাইগাররা
ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ। এবার আফগানিস্তানের বিপক্ষেও একই ভুল করল টাইগাররা। হারল সিরিজের শেষ ম্যাচে। আর তাতেই ওয়ানডে সুপার লিগ থেকে ১০ পয়েন্ট হাতছাড়া হলো রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২১৫ রানেই গুটিয়ে যায় সফররত আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানেই ৬ উইকেটে হারিয়ে হারতে বসে বাংলাদেশ।
তবে সপ্তম উইকেট জুটিতে আফিফ হোসেন এবং মেহেদি হাসান মিরাজের রেকর্ডগড়া জুটিতে দারুণ এক জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য অনায়াসে জয় এসেছে। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার দাসের সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের ফিফটির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৩০৬ রানের বিশাল সংগ্রহ পায় রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। রান তাড়া করতে নেমে ২১৮ রানেই গুটিয়ে যায় আফগানরা।
তৃতীয় ম্যাচ জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে চেয়েছিল বাংলাদেশ।