কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সজনে ফুলের মচমচে পাকোড়া

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৬

বিকেল হতেই ভাজাপোড়া মচমচে খাবার খেতে মন চায় সবারৈই। বিশেষ করে চায়ের সঙ্গে ভাজাপোড়া না থাকলে তো অনেকেরই চলে না। কখনো কি সজনে ফুলের পাকোড়া খেয়েছেন? সজনের ডাটা, ফুল, পাতা সবই স্বাস্থ্যের জন্য উপকারী। সজনের ফুল দিয়ে তৈরি পাকোড়া খেতে বেশ মজাদার।


চলুন তবে জেনে নেওয়া যাক সজনে ফুলের মচমচে পাকোড়া তৈরির রেসিপি- উপকরণ ১. সজনে ফুল২. লবণ৩. চালের গুঁড়া৪. বেসন৫. হলুদ গুঁড়া৬. কাঁচা মরিচ কুচি ও৭. লাল মরিচের গুঁড়া। পদ্ধতি প্রথমে ডাটা থেকে ফুলগুলো ছাড়িয়ে নিন। তারপর ফুল থেকে ময়লা বেছে পরিষ্কার করে চালনিতে ফুলগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিন। এ সময় হালকা লবণি মিশিয়ে নিন। এবার বাটিতে ফুল তুলে এর সাথে সব উপকরণ একেক করে মিশিয়ে দিন। তারপর ভালো করে মাখিয়ে নিতে হবে মিশ্রণটি। ফুলের এই মিশ্রণ যদি বেশি ঝরঝরে হয় তাহলে সামান্য পানি মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার ফুলের মিশ্রণ অল্প করে নিয়ে পাকোড়া তৈরি করে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে