কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৬ ভিন্ন রঙে আসছে মারুতি সুজুকির ব্যালেনো

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৯

একাধিক ফিচারসহ ভারতের বাজারে এ মাসেই লঞ্চ করেছে মারুতি সুজুকির নতুন ব্যালেনো। নতুন মারুতি সুজুকি ২০২২ (Maruti Baleno 2022) মডেলে ইনবিল্ড Alexa সেট আপ দেওয়া হয়েছে। যার মাধ্যমে এবার থেকে গাড়ির চালক থেকে প্যাসেঞ্জার যে কেউ ভয়েস কমেন্ডের মাধ্যমে বিভিন্ন ফিচার্স কনট্রোলে রাখতে পারবেন।


মারুতি তাদের পুরনো CVT গিয়ার বক্স বদলে সেই জায়গায় AGS গিয়ারবক্স নিয়ে এসেছে। এছাড়াও ১.২ লিটারের ইঞ্জিনটি একই থাকছে। নতুন ব্যালেনো আসছে সাদা, সিলভার, গ্রে, ব্লু, রেড ও বেইজ, এই ৬টি বিকল্প রঙে। এখান থেকে গ্রাহকদের পছন্দের রং বেছে নেওয়ার আরও সুযোগ থাকছে। সিগ্মা, ডেল্টা, জিটা, আলফা মোট ৪টি ভেরিয়েন্ট দেখা যাবে এই মডেল। সুজুকি কানেক্টের অত্যাধুনিক ভার্সনটি ব্যবহারকারীর স্মার্টওয়াচের মাধ্যমে ব্যবহার করা যাবে।


এছাড়াও নতুন মডেলের ব্যালেনোতে দেওয়া হয়েছে ৯ ইঞ্চি স্মার্টপ্লে প্রো+ টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। মারুতি সুজুকি ও টয়োটার যৌথ উদ্যোগে এই সিস্টেমটি তৈরি করা হয়েছে। অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লের মাধ্যমে এই প্রযুক্তি কাজ করবে। নতুন ব্যালেনোতে সহজ পার্কিংয়ের জন্য ৩৬০-ভিউ ক্যামেরা থাকবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও