![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F02%2F28%2Fgiasuddin_selim_shariful_razz.jpg%3Fitok%3Dt9h8Fvmw)
ফের গিয়াস উদ্দিন সেলিমের সিনেমার নায়ক শরিফুল রাজ
এনটিভি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৫
এক দশকের বেশি সময় ধরে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘কাজল রেখা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ২০১৯-২০ অর্থবছরে এই সিনেমার চিত্রনাট্য পেয়েছে সরকারি অনুদানও। অবশেষে সিনেমাটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ।
আগামী ২ মার্চ আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা আসছে। এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। যদিও সেই ঘোষণার আগে এখনই গণমাধ্যমে মুখ খুলতে নারাজ সিনেমাটির পরিচালক ও নায়ক।