প্রাণের টমেটো সংগ্রহের লক্ষ্যমাত্রা ১২ হাজার টন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৯
সস, কেচাপসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরির জন্য উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলার কৃষকদের কাছ থেকে সরাসরি টমেটো নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’।
চলতি বছর ১২ হাজার মেট্রিক টন টমেটো সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাণ। সে অনুযায়ী পুরোদমে সংগ্রহের কাজ করছে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। রাজশাহীর গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও নাটোরের একডালায় প্রাণ এগ্রো লিমিটেড কারখানার মাধ্যমে জানুয়ারির শেষ সপ্তাহে টমেটো সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম চলবে টমেটোর সরবরাহ থাকা পর্যন্ত।