![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F720x0x1%2Fuploads%2Fmedia%2F2022%2F02%2F28%2Fmaxresdefault-2ab774a8e672f422e4087dafc6a4c85f.jpg)
অকালে টাক পড়া রোধ করে কালোজিরা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩০
কপালের সামনের অংশের চুল কমে টাক পড়ে যাচ্ছে? অকালে চুল পড়া রোধ করতে কালোজিরা ব্যবহার করতে পারেন নিয়মিত। চুল পড়া রোধ করার পাশাপাশি চুলের গ্রোথ বাড়াতেও কার্যকর কালোজিরা। জেনে নিন ব্যবহার পদ্ধতি।
সরাসরি ব্যবহার করুন তেল
যে অংশে চুল কমে যাচ্ছে সেই অংশে ঘষে ঘষে লাগান কালোজিরার তেল। ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করে অপেক্ষা করুন আরও আধা ঘণ্টা। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
আপেল সিডার ভিনেগার ও কালোজিরা
পানিতে খানিকটা কালোজিরা ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ছেঁকে আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। ঘণ্টা খানেক পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।