অবৈধভাবে ইটভাটা চালাচ্ছিলেন চেয়ারম্যান, উচ্ছেদ করল প্রশাসন
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মালিকানাধীন ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে ভাটার ড্রাম চিমনি। এ ছাড়া ধ্বংস করা হয় ভাটায় তৈরি করা কাঁচা ইট। সদর ইউনিয়নের উজিরভিটা এলাকায় অবস্থিত চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরীর কে এন ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামের ওই ইটভাটায় গতকাল রোববার দুপুরে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। \
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইটভাটা স্থাপন
- ইটভাটা
- অবৈধ ইটভাটা