যে শিক্ষায় আজকের ‘আয়ুষ্মান’

প্রথম আলো প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৭

আয়ুষ্মান আছেন! তাহলে ধরেই নেওয়া যায় সিনেমাটি হবে গল্পনির্ভর। পর্যাপ্ত বিনোদনের সঙ্গে ছবিটা থেকে অনেক কিছু জানা যাবে। এই হচ্ছে আয়ুষ্মান খুরানাকে নিয়ে তাঁর ভক্তদের হিসাব–নিকাশ। ভিকি ডোনার ছবির এই তারকা ২০১২ সাল থেকে যে সাফল্যের দেখা পেয়েছিলেন, সেটা হারিয়ে খুব মন্দায় ছিলেন অনেক দিন। কিন্তু ক্যারিয়ের সেই মন্দা বেশি দিন দেখতে হয়নি তাঁকে। কেননা শুরু থেকেই তিনি আত্মনিবেদন করেছিলেন মানসম্মত গল্পে। সে রকম এক সিনেমা ‘দম লাগা কে হাইশা’।


আয়ুষ্মান অভিনীত রোমান্টিক–কমেডি ‘দম লাগা কে হাইশা’ মুক্তির সাত বছর পূর্ণ হলো। এ উপলক্ষে গতকাল এই বলিউড তারকা বলেন, ‘যখন আমি “ভিকি ডোনার” দিয়ে ক্যারিয়ার শুরু করলাম, তখন সুজিত সরকারকে পেয়েছিলাম। তিনি আমাকে পথ দেখিয়েছিলেন, একজন পারফরমার ও হিরো হিসেবে আমাকে গড়ে তুলেছিলেন। আমি রাতারাতি তারকা হয়ে গিয়েছিলাম। এভাবে কেউ কাউকে তৈরি করতে পারে না। জীবনে এ রকম সময় এলে মানুষের মাথা ঠিক থাকে না। আমি ঠিক জানি না যে আমার কী হয়েছিল। তখন তো আমার মাথায় কাজ করত না যে কোন ছবিটা করতে হবে, আর কোনটা বাদ দিতে হবে। ক্যারিয়ারটাকে কীভাবে এগিয়ে নিতে হবে, সেই বোধ আমার ছিল না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও