ইতিহাসের বাঁকে বাঁকে যেভাবে বদলেছে দাড়ির কদর
www.tbsnews.net
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৫
বর্তমান সময়ে পুরুষদের মুখে দাড়ি খুবই ট্রেন্ডি একটি বিষয়। বিশেষ করে পুরুষদের খোঁচা খোঁচা দাড়িকে অনেকের কাছেই দারুণ আবেদনময় বলে মনে হয়।
কিন্তু মজার ব্যাপার হলো, দাড়ি আদতে কোন হালফ্যাশনের বস্তু নয়। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই পুরুষরা পুরু দাড়ি রাখত। কারণ? যুদ্ধে প্রতিপক্ষের অস্ত্রের আঘাত থেকে নিজেদের মুখকে যথাসম্ভব রক্ষা করতে!
তাছাড়া প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্যও দাড়ি ছিল বেশ কার্যকর। দাড়ির বদৌলতে পুরুষদের চোয়াল অনেক বড় মনে হতো। স্বভাবতই প্রকাণ্ড চোয়ালের পুরুষদের আক্রমণের আগে একবার হলেও ভাবত প্রতিপক্ষরা।