কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘সয়াবিন মিলের রপ্তানি রমজানে মাংস, ডিমের দামে ভোগাবে’

www.tbsnews.net বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৪

সয়াবিন মিল রপ্তানির অনুমতি দেওয়ার কারণে দেশের বাজারে প্রাণিখাদ্যের দাম বাড়ছে, যার প্রভাব পড়ছে ডেইরি, পোল্ট্রি ও মৎস্য খাতে। এই অবস্থা চলমান থাকলে আগামী রমজানে দুধ, ডিম, মাছ ও মাংসের দাম ভোক্তার নাগালের বাইরে চলে যেতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন (বিডিএফএ)। 


রোববার জাতীয় প্রেসক্লাবে বিডিএফএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন দ্রুত সয়াবিন মিল রপ্তানি বন্ধের দাবি জানায়। 


বিশ্বব্যাপী সাপ্লাই চেইন সংকটের মধ্যে পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাতের ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সয়াবিন মিলের রপ্তানি বন্ধ রেখেছিল বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু হঠাৎ করেই এ মাসের ৩ তারিখ কেইস টু কেইস ভিত্তিতে রপ্তানি উন্মুক্তের প্রজ্ঞাপন দেয়া হয়। এতে করে দেশের বাজারে প্রাণিখাদ্যের এই উপাদানটির দাম ৪৪-৪৫ টাকা থেকে বেড়ে ৫৫-৫৬ টাকায় উঠে যায়। প্রাণিখাদ্য তৈরিতে ৫০-৫৫ শতাংশ ভুট্টা এবং ২৫-৩০ শতাংশ সয়াবিন মিল ব্যবহার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও