স্তন ক্যানসার নিয়ে ভুল ধারণা
প্রথম আলো
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০০
স্তন ক্যানসার জয় করতে হলে শুধু সচেতনতা নয়, স্তন ক্যানসার নিয়ে আমাদের মধ্যে থাকা সব গোপনীয়তা, লজ্জা, ভয় ও মনের মধ্যে দীর্ঘদিনের পুষিয়ে রাখা বিভিন্ন ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। তাহলে স্তন ক্যানসারকে সহজে, সবাইকে সঙ্গে নিয়ে জয় করা সম্ভব। তাহলে স্বাভাবিক জীবন ফিরে পাবেন হাজারো জীবন।
ভুল ধারণা
অনেক ভুল ধারণা রয়েছে স্তন ক্যানসার নিয়ে, যেগুলো ঠিক চিকিৎসা থেকে আপনাকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে রাখে। ভুল ধারণার কয়েকটি—
* স্তন ক্যানসার ছোঁয়াচে।
* শুধুই বংশগত।
* স্তনে ব্যথা মানেই ক্যানসার।
* শুধু বেশি বয়সী নারীর স্তন ক্যানসার হয়, অল্প বয়সীদের হয় না।